advertisement
advertisement
advertisement.

৬ দিন সাগরে ভেসে ইতালি পৌঁছালেন ৪১ বাংলাদেশি

প্রবাস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২ ০৩:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩০ পিএম
প্রতীকী ছবি
advertisement..

আট মিটার লম্বা একটি নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির সিসিলিতে পৌঁছেছেন ৪১ বাংলাদেশি। লিবিয়া উপকূল থেকে টানা ছয় দিন সাগরে ভেসে থাকার পর ইতালি পৌঁছালেন তারা।

১৩ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজি উপকূল থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন ৪১ বাংলাদেশি অভিবাসী। গত রোববার রাতে দক্ষিণ ইটালির সিসিলির ক্যাপো পাসেরোর পোর্টোপালো বন্দরে এসে পৌঁছান তারা।

advertisement

বাংলাদেশি অভিবাসীরা বলেন, ‘‌গত ১৩ সেপ্টেম্বর ইতালির উদ্দেশ্য রওনা দেই আমরা। আমাদের সঙ্গে প্রায় এক হাজার লিটার তেল থাকায় সাগরে জ্বালানি সংকট হয়নি। তবে, ইটালি উপকূলে পৌঁছানোর আগে আমরা অনেকগুলো বাণিজ্যিক ও বেসরকারি জাহাজের কাছে উদ্ধারের অনুরোধ করলেও তারা কেউ সাড়া দেননি।’

বেনগাজি উপকূল থেকে যাত্রার পাঁচদিন পার হলেও ইন্টারনেন্ট সংযোগ না থাকায় তাদের কোনো সংবাদ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা ৷

উদ্ধারের পর অভিবাসীরা বলেন, ‘সমুদ্রে কোনো জাহাজ তাদেরকে উদ্ধার না করায় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় আমাদের সমুদ্রে ভাসতে হয়েছে। পরে যাত্রার এক পর্যায়ে আমরা ইটালির সিসিলি উপকূলের কাছে পৌঁছালে ইটালির কোস্টগার্ডের একটি টহল বিমান নৌকার অবস্থান শনাক্ত করে। এরপর আমাদের উদ্ধার করে স্থানীয় ক্যাপো পাসেরোর পোর্টোপালো বন্দরে নিয়ে আসে।’

অভিবাসীরা আরও বলেন, ‘পুরো যাত্রার সময় আমাদের কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না। সেক্ষেত্রে নৌকা ডুবে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে পর্যাপ্ত তেল থাকায় আমাদের তেমন সমস্যা হয়নি।’

সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়ার ত্রিপোলি এবং জওয়ারা উপকূল ছাড়াও বেনগাজি উপকূল থেকে বেড়েছে বাংলাদেশি অভিবাসীদের ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা। তাদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও সিরিয়া হয়ে পাচারকারীদের মাধ্যমে লিবিয়ার বেনগাজিতে আসেন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস