রাজধানীর হাজারীবাগে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিজ বাসার সামনেই ফিরোজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
ফিরোজা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মৃত দুখু মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের মা। বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ফিরোজাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পৌনে ৪টার দিকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফিরোজার ছেলে সুজন জানান, বাসার সামনের রাস্তা পার হওয়ার সময় তার মাকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছে বলে জানান তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
ছোট ছেলে হৃদয়কে নিয়ে হাজারীবাগের বউবাজার বালুর মাঠ এলাকায় ভাড়া থাকতেন ফিরোজা। তার এক ছেলে বিয়ের পর আলাদা থাকেন এবং আরেক ছেলে বিদেশে আছেন।