advertisement
advertisement
advertisement.

শাকিবের সঙ্গে নিজের প্রিয় ছবি পোস্ট করলেন বুবলী

বিনোদন ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ১০:৪৫ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১০:৪৫ পিএম
তাজমহলে শাকিব খান ও শবনম বুবলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
advertisement..

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তাদের বৈবাহিক সম্পর্ক টিকে আছে কি না, তা নিয়েও দেখা দেয় সন্দেহ। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করলেন বুবলী। ছবিটিকে খুব প্রিয় বলে অভিহিত করেছেন এ চিত্রনায়িকা।

আজ সোমবার বুবলী তার ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে দেখা যায়, তারা দুজন তাজমহল দেখতে গিয়েছেন।  

advertisement

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘যে জায়গায় টায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোবার ঘর। বিয়ের পর শুটিং এ দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্হিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার..।’

শবনম বুবলী সম্প্রতি শেষ করেছেন ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। বর্তমানে তার হাতে আছে ‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমা। এ চিত্রনায়িকার ‘প্রেম পুরাণ’, ‘রিভেঞ্জ’ ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।