মিশিগান ক্যান্টন ডেমোক্রেটিক ক্লাবের ট্রাস্টি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সালমা সুলতানা। গত মঙ্গলবার মিশিগান স্টেটের ক্যান্টন ডেমোক্রেটিক ক্লাবের ভোট অনুষ্ঠিত হয়। এতে সরাসরি ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশি হিসেবে তিনি প্রথম ক্যান্টন ডেমোক্রেটিক ক্লাবের ট্রাস্টি নির্বাচিত হয়েছেন।
সালমা সুলতানা বর্তমানে যুক্তরাষ্ট্রের নাম করা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন। তিনি এমআইবিএডিসি’র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে প্রতি বছরই বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন তিনি।
তিনি এই সফলতার জন্য তার বাবা আব্দুল গোফরান, মা আশরাফ জাহান বেগম, ভাই ইঞ্জি.আশরাফুল ইসলাম এবং বিচারপতী আশরাফুল কামাল, স্বামী ইঞ্জি. সাইফ মাসুদ, ছেলে ইঞ্জি. লতিফ মাসুদ, মেয়ে রাইসা মাসুকদাকে বিশেষ ধন্যবাদ জানান।