বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২০০ গ্রাম গাঁজাসহ আফাজ মন্ডল (৫২) ও সাগর সরদার (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার আফাজ সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মৃত জাফের মন্ডলের ছেলে ও সাগর মৃত জলিল সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আফাজ মন্ডলের বসত বাড়ির সামনে থেকে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, আজ সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।