শিরোনাম দেখে আঁতকে উঠার কারণ নেই। এটি বাস্তব জীবনে নয়, সিনেমার পর্দায়। ‘মায়া : দ্য লাভ’র জন্য গেল বুধবার চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলীর গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। আর গতকাল শুক্রবার উত্তরার একটি শুটিংবাড়িতে তাদের বিয়ের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা জসিমউদ্দিন জাকির।
তিনি বলেন, ‘গতকাল উত্তরা একটি শুটিং হাউজে সাইমন ও বুবলীর বিয়ে দিয়েছি। এছাড়াও বাকি বাড়তি কিছু চমক আছে। যা সময় হলেই প্রকাশ্যে আসবে।’
নির্মাতা জসিমউদ্দিন জাকির ইঙ্গিত দেন, একই দৃশ্য তার সিনেমার আরেক নায়ক রোশনের সঙ্গেও হতে পারে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া : দ্য লাভ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী। আলিনুর আশিক ভুঁইয়ার প্রযোজনায় এতে আরও আছেন আনিসুর রহমান মিলনসহ অনেকেই।