লকডাউনবিরোধী ব্যাপক বিক্ষোভ চীনে
চীনের জিনজিয়াং প্রদেশে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর পর সেখানকার বাসিন্দারা লকডাউনবিরোধী বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়ে।
বিবিসির খবরে বলা হয়, স্থানীয়রা বড় ধরনের বিক্ষোভ করেছেন। এ সময় তারা ‘লকডাউন শেষ করো’ বলে সেøাগান দেন। চলতি সপ্তাহে চীনে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। কিন্তু দেশটির ‘জিরো-কোভিড’ নীতির বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই নাগরিকরা অসন্তোষ জানিয়ে আসছিলেন। এ নীতির কারণে চীনের অর্থনীতিও নিম্নমুখী হয়েছে। তার পরও দেশটির কমিউনিস্ট সরকার নিজেদের নীতিতে অটল রয়েছে।
খবরে বলা হয়েছেÑ লকডাউনের কারণে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এ ঘটনার পর কর্তৃপক্ষ বলছে, তারা লকডাউন পর্যায়ক্রমে তুলে নেবে। যদিও তারা অস্বীকার করেছে যে, অগ্নিকাণ্ডের সময় কাউকে আটকানো হয়নি। প্রসঙ্গত, জিনজিয়াং প্রদেশে আগস্ট মাসের শুরু থেকে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। এতে বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েছেন।
এদিকে চীনে টানা তৃতীয় দিনের মতো করোনা ভাইরাস শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গতকাল দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, ২৫ নভেম্বর (শুক্রবার) চীনে ৩৫ হাজার ১৮৩ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন বৃহস্পতিবার ৩২ হাজার ৬৯৫ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তার আগের দিন বুধবার ৩১ হাজার ৪৪৪ জনের দেহে অত্যন্ত সংক্রামক এ ভাইরাসটি শনাক্ত হয়েছিল।