চলমান কাতার বিশ্বকাপে ইনজুরির কারণে ইংল্যান্ডের হয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলতে পারবেন না মিডফিল্ডার জেমস ম্যাডিসন। তা আগেই জানানো হয়েছিল। হাঁটুর ইনজুরি কাটিয়ে ম্যাডিসন দলের সঙ্গে যোগ দিয়েছেন। গতকাল প্রথমবারের মতো দলের সঙ্গে কাতারে অনুশীলন করলেন তিনি। গত ১২ নভেম্বর লিস্টার সিটির জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ২৬ বছর বয়সী এ ইংলিশ প্লে-মেকার। তার দল ইংল্যান্ড প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। ইংলিশ ডিফেন্ডার ট্রিপিয়ার বলেছেন, মূল্যবান একটি পয়েন্ট পেয়েছে তারা। সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। এখন পরবর্তী ম্যাচের দিকেই নজর তাদের। ইংল্যান্ডের দলের প্রত্যেক খেলোয়াড় এখন ইনজুরিমুক্ত।