advertisement
advertisement
advertisement

ভিনির কণ্ঠে রিচার্লিসনের অনুযোগ

ক্রীড়া প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:০৯ এএম
advertisement

কাতার বিশ^কাপ নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল যে শৈল্পিক ফুটবলটা উপহার দিল সেটার আসল নায়ক ছিলেন রিচার্লিসন। স্বপ্নের মঞ্চে জোড়া গোল করে অভিষেকটাই রাঙিয়ে দিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তার দ্বিতীয় গোলটা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। অনেকের মতে, বহুদিন পর প্রকৃত ‘নাম্বার নাইন’নের দেখা পেয়ে গেছে সেলেকাওরা। সবশেষ ২০১৪ সালে বিশ^কাপ অভিষেক ম্যাচে কোনো ব্রাজিলিয়ান হিসেবে জোড়া গোল করেছিলেন নেইমার জুনিয়র। বৃহস্পতিবার রাতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে সেই দিনটাই ফেরালেন রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন টটেনহাম হটস্পার ফরওয়ার্ড। অথচ ম্যাচের প্রথমার্ধে নাকি পর্যাপ্ত বলের জোগান পাচ্ছিলেন না তিনি। বিরতির সময় এমন অনুযোগ ছিল তার।

রিচার্লিসনের অনুযোগের কথাটি জানালেন সার্বিয়া ম্যাচের ব্রাজিলের পাশর্^নায়ক ভিনিসিয়াস জুনিয়র। গতকাল ফিফা প্লাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেছেন, ‘আমরা রিচার্লিসনের সঙ্গে কথা বলেছিরাম। ও জানাল, পর্যাপ্ত বল পাচ্ছে না। পরে আমরা তাকে প্রস্তুত থাকতে বলি। ওকে বলেছিলাম, দুই-তিনবার বল তার কাছে যাবে এবং সুযোগ কাজে লাগিয়ে দলকে জেতাতে হবে। আমি খুব খুশি হয়েছি যে, গুরুত্বপূর্ণ মুহূর্তে সে প্রস্তুত ছিল।’ টটেনহাম স্ট্রাইকারের পারফরম্যান্সে খুশি ব্রাজিল প্রধান কোচ টিটে। সেলেকাও কোচ সন্তুষ্ট ভিনির পারফরম্যান্সেও।

advertisement