২০২৩ ওয়ানডে বিশ্বকাপ
২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ^কাপে সরাসরি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার লিগের পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে টাইগারদের সরাসরি খেলা একপ্রকার নিশ্চিতই ছিল। তবে শুক্রবার পাল্লেকেলেতে আফগানিস্তানের কাছে শ্রীলংকার হারে আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হয়ে যায়। এখন পর্যন্ত ৬ সিরিজের ১৮ ম্যাচ খেলে ১২টিতে জিতেছে বাংলাদেশ। ১২০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান তামিমদের। নিজেদের দুটি সিরিজ বাকি থাকতেই ২০২৩ বিশ^কাপে সরাসরি খেলার টিকিট পেয়ে গেল টাইগাররা। বিশ^কাপে স্বাগতিক ভারতসহ অন্য শীর্ষ ৭ দল সরাসরি খেলার সুযোগ পাবে। সেজন্য প্রতিটি দল খেলছে ৮টি তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ এখন পর্যন্ত ৬টি সিরিজ খেলেছে। আগামী বছরের মার্চে ইংল্যান্ড ও মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার লিগের বাকি দুটি সিরিজ খেলবে লাল-সবুজরা। ২০২৩ বিশ^কাপে খেলা নিশ্চিত করা দলগুলো হলোÑ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। সুপার লিগের সেরা আটের বাইরে থাকা পাঁচ দলকে খেলতে হবে আইসিসি বাছাইপর্বে। ১২৯ পয়েন্ট নিয়ে সুপার লিগের টেবিলের শীর্ষে ভারত। এরপর রয়েছে যথাক্রমে ইংল্যান্ড (১২৫), অস্ট্রেলিয়া (১২০), নিউজিল্যান্ড (১২০), বাংলাদেশ (১২০) ও পাকিস্তান (১২০)। এদিকে এশিয়া কাপ খেলতে ভারত যদি পাকিস্তানে না যায়, তাহলে ২০২৩ বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে যাবে না বলে জানিয়েছেন পিসিবি প্রধান রমিজ রাজা।