বিসিএলের ওয়ানডে সংস্করণের ফাইনাল আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে নর্থ ও সাউথ জোন। টানা তিন জয়ে ছয় পয়েন্ট সাউথের। টেবিলের শীর্ষ দল হিসেবে তারা ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে তিন ম্যাচে ২ জয়, ১ হারে ৪ পয়েন্ট নর্থের।
প্রথম সাক্ষাতে নর্থকে ৭২ রানে হারিয়েছিল সাউথ। আজও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজরা। তবে ছেড়ে কথা বলবে না নর্থও।