প্রিয়দর্শিনী মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানীর হাত ধরে রাজধানীর গুলশান ১-এর ৮ নম্বর রোডের ১/বি হাউসে এহসান গ্রুপ অব কোম্পানিজ থেকে যাত্রা শুরু হলো মৌসুমী-সানীপুত্র ফারদিনের স্ত্রী আয়েশার মেকওভার অ্যান্ড স্টুডিও ‘রুজ’-এর। ২৫ নভেম্বর বিকেলে মৌসুমী ও ওমর সানীর কাছের শুভাকাক্সক্ষীদের সঙ্গে নিয়ে এই মেকওভার স্টুডিওর যাত্রা শুরু হয়েছে। মেকওভার অ্যান্ড স্টুডিওটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমার পুত্রবধূ আয়েশার উদ্যোগেই মূলত এ মেকওভার অ্যান্ড স্টুডিওর যাত্রা শুরু হলো। আমাদের পরিবারের সুখে-দুঃখে আমরা আমাদের ভক্ত-দর্শককে সঙ্গে পেয়েছি। আমাদের বিশ^াস, আমাদের পরিবারের নতুন এই যাত্রায় আমরা সবাইকে পাশে পাব। ওমর সানী বলেন, ‘ফারদিন গ্রুপ অব কোম্পানিজের নতুন এই যাত্রায় সবার কাছে দোয়া চাই। আয়েশার জন্য অনেক অনেক শুভকামনা।’