advertisement
advertisement
advertisement

নিরবের নতুন নায়িকা আরিয়ানা

বিনোদন সময় প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:০৯ এএম
advertisement

সম্প্রতি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন অনন্য মামুন। চলচ্চিত্রের নাম ‘স্পর্শ’। এতে নায়ক হিসেবে থাকছেন নিরব। গতকাল জানা গেল নায়িকার নাম। ‘স্পর্শ’-এ নিরবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন নবাগতা আরিয়ানা জামান। নিরব জানান, সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে অসম বয়সের এক ত্রিভুজ প্রেম ও সম্পর্ককে ঘিরে। এতে ভারতের পশ্চিমবঙ্গের এক অভিনেত্রীকেও দেখা যাবে বলে জানান নির্মাতা অনন্য মামুন। এদিকে ‘স্পর্শ’ যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা জামান বলেন, আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব আসে। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি।

নিরবের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, এটা আমার সৌভাগ্য যে নিরব ভাইকে পেয়েছি। আশা করি, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।

advertisement

অনন্য মামুন ছাড়া সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ভারতের অভিনন্দন দত্ত। বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে সিনেমাটি।

advertisement