প্রথম পর্ব দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন বলিউড তারকা অজয় দেবগন। এবার ‘দৃশ্যম’ সিনেমার দ্বিতীয় কিস্তিতেও বাজিমাত করলেন তিনি। ছবিটি ভাঙছে একের পর এক রেকর্ড। ‘দৃশ্যম ২’ মুক্তির শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহেই শত কোটির ক্লাবে প্রবেশ করে রেকর্ড গড়েছে সিনেমাটি!