গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া নয়াকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত নয়াকান্দি ব্রিজের দুই পাশে সড়ক নির্মাণ করা হয়নি। ফলে ব্রিজটি মানুষের কোনো উপকারেই আসছে না। জনদুর্ভোগের কথা চিন্তা করে এলজিইডির অর্থায়নে ২০০৫-০৬ অর্থবছরে ব্রিজটির কাজ শেষ হলেও মাত্র ৪শ মিটার সংযোগ সড়কের অভাবে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। উপজেলা প্রকোশলী ইশতিয়াক আহমেদ জানান, যেহেতু ব্রিজটি ১৬ বছর আগের তৈরি, তাই আমার জানার কথা নয়। রাস্তাটি যেন করা যায় সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। ষগজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি