advertisement
advertisement
advertisement

শৈলকুপায় ঐতিহাসিক কামান্না দিবস পালিত

রাবি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:১০ এএম
advertisement

শৈলকুপায় ২৭ শহীদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কামান্না দিবস পালন করা হয়েছে। বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে ঐতিহাসিক এ দিবসটি প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিবছর ২৬ নভেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া ইউনিয়ন কমান্ড, কামান্না ২৭ শহীদ স্মৃতি সংঘ ও বগুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিবসটি পালন করে আসছে। এ উপলক্ষে উপজেলার আবাইপুর ইউনিয়নের কামান্না গ্রামে গতকাল শনিবার সকাল ১১টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি বনি আমিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই , বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শৈলকুপা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু, শ্রীপুর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার বিশ্বাস ইকরাম আলী, শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান দুলাল।

advertisement

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোরের দিকে শৈলকুপা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে কুমার নদের উত্তরপাড়ে যুদ্ধকালে মাধব ভৌমিকের বাড়িতে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ঘাটি অবরোধ করে পাকিস্তানি সেনাবাহিনী। এর পর তাদের দোসর রাজাকার-আলবদররা ২৭ মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে।

advertisement