আগামী ৩ ও ৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত সম্মেলন প্রস্তুতি উপলক্ষে মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চার সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি এবং ১৫টি সম্মেলন প্রস্তুতি উপকমিটি ঘোষণা করা হয়। সভায় উপকমিটির শুধু আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয় এবং আলোচনা সাপেক্ষে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটিতে আহ্বায়ক মনোনীত করা হয়েছে নজরুল ইসলাম খানকে। এ ছাড়া কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সুলতানুল ইসলাম টিপু ও মো. আবদুল্লাহকে। সদস্য সচিব করা হয়েছে আইয়ুব আলী খানকে। আলোচনা সাপেক্ষে কমিটির সদস্য আরও বাড়ানো হতে পারে।
সভায় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমি দায়িত্বে আসার পর অ্যালামনাইদের জন্য একটা ভবনের দ্বিতীয় তলা বরাদ্দ করে দিয়েছি। সেখানে ৪০ জন অনায়াসে মিটিং করতে পারবেন। সেখানে কম্পিউটার, ওয়াইফাই, প্রিন্টারের ব্যবস্থা করে দিয়েছি। এ ছাড়া একটা জমি বরাদ্দ করা আছে, সেখানে ভবন নির্মাণ করা হবে। আমি দায়িত্বে থাকাকালীন এ কাজটি করে যেতে পারলে, এটি আমার জীবনের একটি আরাধ্য বিষয় হবে। বিশ্ববিদ্যালয়ের সব মঙ্গলকর কাজে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্ত হবে, সেই আশা করছি।
অ্যালামনাই অ্যাসোসিয়শনের আহ্বায়ক নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী মনোয়ারুল হক ও আইয়ুব আলী খান।