ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার দুই শিশু ও তাদের নানাকে আটক করে পুলিশ।
ঈশ^রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান জানান, তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, গতকাল সকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সিলভার পট্টির লতিফ মিয়ার মনিহারি দোকান থেকে দুই শিশু গুড় ও সাবান কিনে এক হাজার টাকার একটি নোট দেয়। ব্যবসায়ীর নোটটি দেখে সন্দেহ হয়। পাশের দোকানের সুপারি ব্যবসায়ী সাইফুলকে নোটটি দেখালে তিনি জাল টাকা বলে শণাক্ত করেন। এ সময় স্থানীয়রা দুই শিশুর দেহ তল্লাশি করে ৯০ হাজার টাকা পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বৃদেবস্থান গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে ১ হাজার টাকা নোটের ২৪টি বান্ডিল, জাল টাকা তৈরির ২০ রিম কাগজ, ২ বোতল কেমিক্যাল, ২ রোল টাকা তৈরির সুতা জব্দ করে।
এ সময় আবুল কাশেম (৭০) ও তার দুই মেয়ের ঘরের নাতি গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের বাহাদুরের ছেলে পাপ্পু ওরফে সম্রাট (৯) ও কুমিল্লার আবু কাউসারের ছেলে হাসান ওরফে জয়কে (১১) আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটককৃত কাশেমের আরেক জামাতা কেন্দুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সেলিম জাল টাকা তৈরির অন্যতম হোতা। ইতিপূর্বে সেলিমকে একাধিকবার জাল টাকাসহ আটক করে পুলিশ।