কাননের কলাম
জাপানের কাছে হারাটা জার্মানির জন্য অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে। স্পেনের বিপক্ষে আজকের ম্যাচটি পাওয়ার ফুটবল দলটির জন্য অনেকটা ফাইনালের মতো হয়ে দাঁড়িয়েছে। নকআউট পর্বে যেতে হলে তাদের আজ স্পেনের বিপক্ষে জয়ের বিকল্প নেই বললেই চলে। তবে জার্মানির জন্য ম্যাচটি আজ খুব সহজ হবে না। স্পেন এ বিশ^কাপে শুরু করেছে দারুণ। কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের জানান দিয়েছে। দৃষ্টিনন্দন টিকিটাকা ফুটবল খেলছে দলটি। দলটি তারুণ্যনির্ভর। তরুণরা ভালোই খেলেছে প্রথম ম্যাচে। জার্মানির
সমশক্তির দল বলা চলে স্পেনকে। বলা চলে বেশ হাইভোল্টেজ ম্যাচ হবে এটি।
আজকের ম্যাচে সৌদির হারটা ছিল তাদের জন্য দুর্ভাগ্যবশত। সারা ম্যাচ ভালো খেলে শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হলো তাদের। সবচেয়ে বড় কথা- পেনাল্টি মিস করেই ম্যাচ থেকে ছিটকে গেছে তারা। তবে দারুণ ফুটবল উপহার দিয়েছে সৌদি।
জাপান মোটামুটিভাবে নকআউটে যাবে ধরাই যায়। জার্মানিকে হারানোর ফলে তাদের মনোবল এখন বেশ তুঙ্গে। কোস্টারিকার বিপক্ষে নিঃসন্দেহে জাপানই ফেভারিট। অন্যদিকে কোস্টারিকা দলটি প্রথম ম্যাচে বেশ বাজেভাবে হেরেছে স্পেনের কাছে। জাপানের সঙ্গে খেলতে হলে তাদের বেশ ভালো ফুটবল উপহার দিতে হবে।
ক্রোয়েশিয়া গতবারের ফাইনালিস্ট। বেশ গোছাল টিমও বটে। তবে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করেই হোঁচটই খেয়েছে দলটি। তবে আমার মনে হয় গ্রুপ ‘এফ’ থেকে ক্রোয়েশিয়া আর বেলজিয়ামই যাবে পরবর্তী রাউন্ডে। দলে রয়েছে লুকা মদরিচের মতো বিশ^সেরা খেলোয়াড়। কানাডা দলটি প্রথম ম্যাচে ভীত কাঁপিয়ে দিয়েছিল বেলজিয়ামের। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে কেমন খেলে দলটি দেখার বিষয়।
বেলজিয়াম প্রথম ম্যাচে জিতে গ্রুপে শীর্ষে রয়েছে। আজকের ম্যাচে তারাই ফেভারিট। অন্যদিকে মরক্কো ছেড়ে কথা বলবে না বেলজিয়ানদের বিপক্ষে বলাই চলে। তারা ভালো ফুটবল উপহার দিয়েছে ক্রোয়েশিয়ার বিপক্ষে।