advertisement
advertisement
advertisement

আল-আমিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ০৩:৪৯ এএম
advertisement

আল-আমিন হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গত বৃহস্পতিবার এ মানববন্ধন করেন তারা। জানা গেছে, গত ১৭ আগস্ট সন্ত্রাসীদের হাতে খুন হন আল-আমিন। এ ঘটনায় ২২ জনসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে বনানী থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই। মামলার পর পুলিশ আসামি মোহাম্মদ আলী, মো. খাজা, আমজাদ হোসেন, হুমায়ুন কবির রাসেল ও মাসুদ আলমকে গ্রেপ্তার করে। তবে প্রধান আসামি নুরুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নুরু ২০১৮ সালে তিতুমীর কলেজের রাকিব হত্যার ২নং আসামি ছিলেন।

মানববন্ধনে নিহতের ভাই জুয়েল বলেন, কড়াইল বস্তির চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি নুরুসহ তার দলবল আল-আমিনকে খুন করেছে। আমি বাদী হয়ে বনানী থানায় গত ১৮ আগস্ট মামলা দায়ের করি। মামলায় এজাহারভুক্ত কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করলেও প্রধান আসামি নুরুসহ অনেকে এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা তুলে নিতে খুনিরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা বাকি খুনিদের দ্রুত গ্রেপ্তার চাই।

advertisement

নিহতের স্ত্রী বলেন, নুরুর নেতৃত্বে আমার স্বামী খুন হয়েছে। আমার স্বামীর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার চাই। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী জড়িত আসামিদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবি জানান।

advertisement