হোমিও পেশাজীবী সমিতি (হোপেস) বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে প্রতিষ্ঠানটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় সম্মেলন ও আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য এবং হোপেস উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছবি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মাদ সামাদ। প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, আওয়ামী লীগ সরকারই একমাত্র সরকার যারা হোমিও চিকিৎসার স্বীকৃতি এবং এই পেশায় নিয়োজিত ব্যক্তিদের উপযুক্ত সম্মান দিয়েছে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোপেস সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মমতাজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূইয়া, রোকেয়া খাতুন, অনুষ্ঠানের আহ্বায়ক মো. আবু তালেব মোল্লা, হোপেস মহাসচিব আমানউল্লাহ জিকু, হেমন্ত দাস প্রমুখ। বিজ্ঞপ্তি