কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েলসের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। তবে প্রথমার্ধে কোনো গোল হয়নি।
মঙ্গলবার রাতে আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল।
এদিন ম্যাচের দশম মিনিটে প্রথম আক্রমণ করে ইংল্যান্ড। হ্যারি কেইনের ডি-বক্সে বাড়ানো থ্রু পাসে গোলরক্ষককে একাও পেয়ে যান মার্কাস রাশফোর্ড। কিন্তু ঠিক সময়ে এগিয়ে এসে ইংলিশ ফরোয়ার্ডের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।
এরপর খেলার ৩৮তম মিনিটে আরও একটি আক্রমণ শাণায় ইংল্যান্ড। কিন্তু শেষটায় উড়িয়ে মেরে হতাশ করেন ফিল ফোডেন।