কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোল করেন মার্কাস রাশফোর্ড। আর একটি গোল করেন ফিল ফোডেন।
মঙ্গলবার রাতে আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল।
এদিন ম্যাচের দশম মিনিটে প্রথম আক্রমণ করে ইংল্যান্ড। হ্যারি কেইনের ডি-বক্সে বাড়ানো থ্রু পাসে গোলরক্ষককে একাও পেয়ে যান মার্কাস রাশফোর্ড। কিন্তু ঠিক সময়ে এগিয়ে এসে ইংলিশ ফরোয়ার্ডের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।
এরপর খেলার ৩৮তম মিনিটে আরও একটি আক্রমণ শাণায় ইংল্যান্ড। কিন্তু শেষটায় উড়িয়ে মেরে হতাশ করেন ফিল ফোডেন।
বিরতির পর দ্রুতই লিড পায় ইংল্যান্ড এবং মাত্র দুই মিনিটের মধ্যে ২টি গোল করে দলটি। ম্যাচের ৫০তম মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া বল জোরাল শটে গোলে পরিণত করেন রাশফোর্ড। পরের মিনিটেই হ্যারি কেইনের অ্যাসিস্টে ব্যবধান বাড়ান ফিল ফোডেন।
খেলার ৬৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ে ইংল্যান্ডের। ফিলিপসের কাছ থেকে বল পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন রাশফোর্ড। এরই মধ্যে ইংলিশরা বিশ্বকাপে নিজেদের শততম গোলেরও দেখা পায়।
শেষে ৩-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ করল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।