ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বোমা হামলার অভিযোগে বিএনপি ও তার সহোযোগী সংগঠনের ১০৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনসহ ২৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০/৮০ জন নেতাকর্মীকে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়। তিনি বলেন, ‘বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করিনি। তবে তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’
মামলা থেকে জানা যায়, গত সোমবার রাত ১১টায় মামলার বাদী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ১০/১২ জন নেতাকর্মী নিয়ে শুক্তগড় ইউনিয়নে শাহজাহান খানের বাড়িতে দাওয়াত খেতে যায়। সেখান থেকে রাতে ফেরার পথে স্থানীয় পিংড়ি স্কুলের টিনসেড বারান্দায় বিএনপি, জামাত ও তাদের অঙ্গসংগঠনের লোকজন পরামর্শ করছিল। বিষয়টি জানতে সেখানে গেলে আসামিরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ৬/৭টি বোমা হামলা চালায় বিএনপি।
অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, ‘আওয়ামী লীগের নেতারা আমাদের নামে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দিচ্ছেন। অবৈধ সরকার পতনে দেশব্যাপী বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে আমরা মাঠে রয়েছি। আমাদের মাঝে ভয় তৈরি করে আন্দোলনে বাধা দিতে তারা এ ধরনের মিথ্যে মামলা দিচ্ছেন।’