যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের সাবেক ঠিকাদার অ্যাডওয়ার্ড স্নোডেন রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করেছেন এবং রুশ নাগিরক হিসেবে শপথ নিয়েছেন। গত বৃহস্পতিবার স্নোডেন শপথ নেন বলে গত শুক্রবার জানিয়েছেন তার আইনজীবী আনাতোলি কুচেরেনা। খবর এপি।
এদিকে স্নোডেনের স্ত্রী লিন্ডসে মিলস রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ২৬ সেপ্টেম্বর স্নোডেনকে রুশ নাগরিকত্বের ডিক্রিতে স্বাক্ষর করেন। এর প্রায় তিন মাস পর রুশ নাগরিক হিসেবে শপথ নিলেন স্নোডেন।
২০১৩ সালে মার্কিন গোপন নজরদারির বিভিন্ন তথ্যফাঁস করে দুনিয়াজুড়ে আলোড়ন তুলেছিলেন স্নোডেন। মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে নিজ দেশের নাগরিকদের ওপর ওয়াশিংটনের গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্যফাঁসের পর থেকেই স্নোডেন পালিয়ে বেড়াচ্ছিলেন নিজ দেশ থেকে। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তাতে মার্কিন আইন অনুযায়ী তার অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।