নিউইয়র্কের নাগর কর্তৃপক্ষ শহরে ইঁদুর নির্মূলে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে। এ জন্য নতুন একটি পদ তৈরি করা হয়েছে। সেই কর্মী ‘ডিরেক্টর অব রডেন্ট মিটিগেশন’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন। আর বেতনের অংক দেখলে চোখ কপালে উঠতে পারে। নতুন এই পদের কর্মীর বেতন হবে বছরে এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৭০ হাজার মার্কিন ডলারের মধ্যে। এর পরিবর্তে তিনি শুধু ইঁদুরের অত্যাচার থেকে নগরবাসীকে মুক্তি দেবেন। প্রসঙ্গত, গত কয়েক বছরে নগর থেকে ইঁদুর নির্মূলে লাখ লাখ ডলার ব্যয় করেছে নিউইয়র্ক সিটি নগর কর্তৃপক্ষ। ষ ব্লুমবার্গ