মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে আরও সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। চলতি সপ্তাহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতজন সবাই কলেজ শিক্ষার্থী। এ নিয়ে দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সংখ্যা দাঁড়াল ১৩৯ জনে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর এনডিটিভি।
জাতিসংঘ বলছে, মিয়ানমারবিরোধীদের দমনের কৌশল হিসেবে মৃত্যুদণ্ডকে বেছে নিয়েছে। এ বিষয়ে সংবাদমাধ্যম রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমারের সেনা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বুধবার মিয়ানমারের একটি সামরিক আদালত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে সাত শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বিরোধীদের দমনে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসাবে মিয়ানমারের সামরিক জান্তা ব্যবহার করছে বলে তীব্র সমালোচনা করেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ইয়াঙ্গনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে, ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত জান্তা সরকারের বলপ্রয়োগের কারণে মিয়ানমারে প্রায় ২ হাজার ২৮০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।