advertisement
advertisement
advertisement

নক-আউট পর্বের আগে ব্রাজিলের জোড়া ধাক্কা

ক্রীড়া ডেস্ক
৪ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১২:৩৩ এএম
advertisement

এবারের বিশ^কাপ যেন ইনজুরি এক ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ^কাপের আগেই ফ্রান্স দলের বেশ কয়েকজন নির্ভরযোগ্য খেলোয়াড় ছিটকে যায়। ছিটকে যায় আর্জেন্টিনা দলেরও।

বিশ^কাপ শুরুতে ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার বিশ^কাপে বাকি খেলাগুলো নিয়েও সন্দেহ রয়েছে। এরই মধ্যে আরেক দুঃসংবাদ বয়ে এনেছে গ্যাব্রিয়েল জেসুসের ইনজুরি। বিশ^কাপ থেকে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি। ডাক্তারি পরীক্ষা শেষে শনিবার এই দুঃসংবাদ এসেছে গণমাধ্যমে। এদিন আরও একটি অস্বস্তির খবর এসেছে। অ্যালেক্স টেলেসও চোট নিয়ে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। কিছুটা সংশয় রয়ে গেছে ডিফেন্ডার ড্যানিলোকে নিয়েও।

advertisement

একদিন আগেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে হার দেখেছে ব্রাজিল। যদিও এই ম্যাচের আগেই শেষ ষোলো নিশ্চিত হয়েছিল তাদের। এর মধ্যে কোরিয়ার বিপক্ষে নক-আউটের লড়াইয়ের আগে দুঃসংবাদÑ জেসুস থাকছেন না কাতার বিশ্বকাপে।

ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল ফুটবল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, ডান হাঁটুতে ব্যথা অনুভব করছেন দলের দুই ফুটবলার অ্যালেক্স টেলেস আর গ্যাব্রিয়েল জেসুস। এখানে টেলেসের আঘাত মারাত্মক না হলেও জেসুস অনেকটা সময়ের জন্য চলে যাচ্ছেন মাঠের বাইরে।

advertisement

কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে জেসুসকে। হেক্সা মিশনে মধ্যপ্রাচ্যে আসা ব্রাজিল শুরু থেকেই আছে ইনজুরি নিয়ে বিপাকে। দলের সেরা অস্ত্র নেইমার আউট প্রথম ম্যাচ খেলেই। নক-আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম। যদিও পায়ের চোটের উন্নতি হচ্ছে তার। শুধু নেইমার নন দানিলো ও সান্দ্রোও ফিট নন। সব মিলিয়ে একাদশ গড়তে গিয়েই বিপাকেই আছেন কোচ তিতে। এর মধ্যে সোমবার নক-আউট পর্বে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। যেখানে হারলেই বিদায়!