advertisement
advertisement
advertisement

আরেকটি ‘অলৌকিক’ ঘটনা চান কোরিয়ার সন

ক্রীড়া ডেস্ক
৪ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১২:৩৩ এএম
advertisement

আগামীকাল সোমবার বিশ^কাপের নকআউট পর্বে ব্রাজিলকে হারানোর জন্য আরও একটি ‘অলৌকিক’ ঘটনা দেখতে চান দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন। পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় গতকাল জয়ী হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছেন এশিয়ার জায়ান্টরা।

শুক্রবার অনুষ্ঠিত ম্যাচের ইনজুরি টাইমে বদলি হিসেবে হুয়াং হি-চান মাঠে নামার আগেও টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু অতিরিক্ত সময়ের নাটকীয়তায় আগেই নকআউট নিশ্চিত করা পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। এই জয়ের ফলে শেষ ষোলো নিশ্চিত করে তারা। নকআউট পর্বে কোরিয়ার প্রতিপক্ষ টুর্নামেন্ট শুরুর আগে থেকেই শিরোপা ফেভারিটের তকমা নিয়ে রাখা পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল। সন বলেন, এখনই ঘরে ফেরার জন্য প্রস্তুত নয় তার দল। গ্রুপপর্বের পর আরও একটি চমক দেখানোর অপেক্ষায় রয়েছে কোরিয়ান দলটি। প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার্সের এ অ্যাটাকার পর্তুগালের বিপক্ষে নাটকীয় জয়ের পর বলেন, ‘এটি দারুণ একটি ব্যাপার। তবে আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। শেষ ষোলোতে যাওয়া আমাদের প্রথম লক্ষ্য ছিল। এখন সেই লক্ষ্য আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আশা করি আমরা আরেকটি অলৌকিক ঘটনার জন্ম দিতে পারব। নিজেদের সেরাটা দিয়েই আমরা তা অর্জন করতে চাই। বিশ^ ফুটবলে অনেক কিছুই সম্ভব। বিশেষ করে এখন আমাদের সামনে ব্রাজিলকে হারানোর সুযোগ রয়েছে। এ জন্য আমরা যা করার প্রয়োজন সবই করব।’

advertisement