স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে গত আসরের চ্যাম্পিয়ন দল ছিল ঢাকা আবাহনী লিমিটেড। অথচ এবার সেমিফাইনালেই বাদ পড়েছে তারা। শেখ রাসেলের কাছে হেরে এখন স্থান নির্ধারণী ম্যাচে লড়বে ঢাকার আকাশি হলুদ শিবির। প্রতিপক্ষ পুলিশ ফুটবল ক্লাব। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর একটায় শুরু হবে ম্যাচটি। সোমবার কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে গত আসরের রানার্সআপ বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র।