advertisement
advertisement
advertisement

এক কোটি পার করল নিলয়-হিমির ‘বেশরম’

বিনোদন সময় প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১২:৩৩ এএম
advertisement

বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তারা। এর মধ্যে এই জুটির ‘বেশরম’ নাটকটি সম্প্রতি এক কোটি ভিউ পার করল। ফেরারী ফরহাদের রচনায় এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। লেজার ভিশনের ব্যানারে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রকি খান, শাহবাজ সানী, বাসরীসহ অনেকে। জিয়াউদ্দিন আলম বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এই সাফল্য দিয়েছেন। এ ছাড়া দর্শক ও নাটকটির সব কলকুশলীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, জিয়াউদ্দিন আলমের একাধিক নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্যÑ ‘জামাই ভার্সেস শাশুড়ি’, ‘ক্যাঁচাল জামাই’, ‘তাফালিং’, ‘ভেজা বিড়াল’, ‘ডেয়ারিং বউ’, ‘ক্রেজি লাভার’, ‘মফিজের সুন্দরী বউ’, ‘সেকেন্ড ম্যারেজ’ ইত্যাদি।

advertisement