রোমান্সের রাজা বলতেই অনেকের চোখেই ভেসে ওঠে একটি নামÑ শাহরুখ খান। অথচ বলিউড বাদশাহ চেয়েছিলেন পুরোদস্তুর অ্যাকশন ছবিতে কাজ করতে। অ্যাকশন হিরো হিসেবে নিজের ইমেজ গড়তে চেয়েছিলেন। অবশেষে সেই আশা পূর্ণ হতে চলেছে তার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে শাহরুখকে লোমহর্ষ অ্যাকশন করতে দেখা যাবে।