জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি কয়েকবার আওয়ামী লীগের সঙ্গে জোটে অংশগ্রহণ করেছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে। দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির বাইরে কাউকে চায়। আর সেই দলটি হলো জাতীয় পার্টি। সেজন্য আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে এবং ৩০০ আসনেই লড়বে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌরসভায় জাতীয় পার্টির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উ?ত্তোল?নের মাধ?্যমে পৌরসভার হলরুমে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন দ?লের প্রেসিডিয়াম সদস?্য নাজমা আক্তার এমপি, উপডেষ্টা অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।