বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হলেন কামরুল আহসান। বর্তমান মহাপরিচালক ডি এন মজুমদারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আগামী ১১ ডিসেম্বর থেকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন কামরুল আহসান। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।
বর্তমানে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বে আছেন কামরুল। ১৯৯১ সালে তিনি চাকরিতে যোগ দেন। বুয়েট থেকে পুরকৌশল বিভাগে পাস করা কামরুল আহসানের গ্রামের বাড়ি জামালপুর। এর আগে তিনি রেলে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক ও মহাব্যবস্থাপক, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্পের প্রধান প্রকৌশলী, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী, ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন।