নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের সদ্য সাবেক সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিককে তৃতীয়বারের মতো সভাপতি ও শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল তাদের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করেন তিনি। দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ছাড়া সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য করা হয়েছে।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ১৯ মে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে সদর আসনের এমপি হুইপ আতিউর রহমান আতিককে সভাপতি এবং অ্যাডভোকেট চন্দন কুমার পালকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।