সৌদিআরবে রিয়াদ আওয়ামী পরিষদের উদ্যোগে বিজয় দিবসের ৫১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় হোটেল ডিমোরায় এই সভা অনুষ্ঠিত হয়।
রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক খুরশীদ আলম তপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বিক্রমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রিয়াদ আওয়ামী পরিষদের সাবেক সহসভাপতি বশিরুল ইসলাম, উপদেষ্টা কবি শাহজাহান চঞ্চল, সহসভাপতি গাজী সাইদুর রহমান, যুবলীগের সাবেক সভাপতি আবদুল জলিল রাজা, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রইস উদ্দিন রইস, রিয়াদ যুবলীগের সভাপতি কামাল পাটোয়ারী, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, রিয়াদ শিপা শাখা আওয়ামী পরিষদের সভাপতি আকরাম হোসেন ফকিরসহ আরও অনেকে।
বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন বিএনপি, জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশে ক্ষমতায় আসতে চাইছে। এ আশা তাদের কখনো সফল হবে না। দেশের উন্নয়নে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে।