ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহরা হলো ওই গ্রামের ওসমান গনি ও সাইদুল ইসলামের দুই মেয়ে আছিয়া খাতুন (৪) ও তানিয়া (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে ২০০ গজ দূরে পুকুর পাড়ে খেলছিল কয়েকটি শিশু। একপর্যায়ে আছিয়া ও তানিয়া পুকুরের পানিতে পড়ে যায়। সেখানে থাকা আরেক শিশু বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্বজনরা মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে। পরে ফুলপুর থানা পুলিশকে জানানো হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’