ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ব্রাজিল বিদায় নেওয়ার পর পদত্যাগ করলেন দলটির কোচ তিতে। পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এর সমাপ্তি এখানেই।’
তিতে বলেন, ‘আমি এক দেড় বছর আগে যা বলেছি (বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ব) সেই কথা থেকে সরে আসছি না। নাটকের কোনো প্রয়োজন নেই। আরও অনেক ভালো পেশাদার মানুষ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। এই চক্রের সমাপ্তি এখানেই।’
এর আগে ২০১৬ সালে সেলেসাওদের দায়িত্ব নেন ৬১ বছর বয়সী এই কোচ। তার অধীনে ২০১৯ সালে কোপা আমেরিকা জেতে ব্রাজিল।
তিতের কোচিংয়ে দুটি বিশ্বকাপ খেলেছে ব্রাজিল। যেখানে ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।