শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। আজ বুধবার এ সভায় বক্তা ছিলেন শিক্ষাবিদ, লেখক ও ইউল্যাব স্কুল অব বিজনেসের অধ্যাপক আবদুল মান্নান।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এতে সূচনা বক্তব্য দেন। অধ্যাপক আবদুল মান্নান তার বক্তব্যে বুদ্ধিজীবি হত্যাকাণ্ডের পটভূমি তুলে ধরেন।
তিনি বলেন, পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে যে, পরাজয় আসন্ন তখন তারা প্রতিশোধে মত্ত হয়ে বিজয়ের মাত্র দুইদিন আগে এ হত্যাকাণ্ড চালায়। মূলত নতুন দেশটিকে মেধাশূন্য করতে ও বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দিতেই তারা এ জঘন্য হত্যাকাণ্ড চালায়।