কাতার বিশ্বকাপে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে। শ্বাসরুদ্ধ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতায় ছিল। পরে অতিরিক্ত সময়ে দুদল আরও একটি করে গোল দিলে ৩-৩ গোলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এ জয়ে দলের সেরা তারকা লিওনেল মেসির অতৃপ্তি মিটেছে।
ম্যাচ শেষে মাঠ থেকে শুরু করে সারা বিশ্বেই চলছে আর্জেন্টিনা আভিবাদন। মেসিকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তার ক্লাব সতীর্থ নেইমারও। ব্রাজিলের সাবেক তারকা রিভালদোও শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবচেয়ে বড় অভিনন্দন হয়তো কিংবদন্তি পেলের কাছ থেকেই পেয়েছেন।
লিওকে অভিনন্দন জানিয়ে পেলে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘মেসি তার প্রথম বিশ্বকাপ জিতেছে। এটা তার প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা! নিশ্চিত করেই দিয়েগো (ম্যারাডোনা) এখন হাসছেন।’
এর আগে পেলেকে বিশ্বকাপ চলাকালীনই অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে। তাকে এমনকি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ‘প্যালিয়েটিভ কেয়ার’ও–এ রাখা হয়েছিল।