কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তদের হাতে আটক থাকা সবশেষ ব্যক্তি ফিরে এসেছেন। ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে গতকাল বুধবার রাতে ছাড়া পান কৃষক আব্দুস সালাম। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেনের ছেলে।
এর আগে গত সোমবার ৬ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পান একই এলাকার আবদুল হাকিম, আবদুর রহমান ও মুহিব্বুল্লাহ। তবে আব্দুস সালামের পরিবারের কাছ থেকে অপহরণকারীরা ১০ লাখ মুক্তিপণ দাবি করেন।
এই চার কৃষককে গত রোববার ভোরে হ্নীলা লেচুয়াপ্রাংয়ের ধানক্ষেত থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে তাদের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হচ্ছিল।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘সন্ত্রাসীদের হাতে থাকা অপহৃত আরও এক কৃষক মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।’
উল্লেখ্য, গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।