চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়া যাওয়া একটি জাহাজের কনটেইনার থেকে যে কিশোরকে উদ্ধার করা হয়েছে, তার বাড়ি কুমিল্লায়। দুই মাসেরও বেশি সময় আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয় বলে দাবি করেছে তার পরিবার।
এই কিশোরের চাচা আজগর মিয়া জানান, রাতুলের পুরো নাম মো. রাতুল ইসলাম ফাহিম। দুইমাস ৭ দিন আগে হারিয়ে যায় রাতুল। জন্মগতভাবে রাতুল বাকপ্রতিবন্ধী। তাকে চিকিৎসক দেখানো হয়েছিল। তারপর থেকে একটু কথা বলতে পারে। তবে কিভাবে সে চট্টগ্রাম গেলো এবং কন্টেইনারে করে মালেশিয়া পৌঁছাল এ বিষয়ে কিছুই বলতে পারছি না।
তিনি বলেন, ‘মিডিয়ায় রাতুলের ছবি দেখে আমরা তাকে শনাক্ত করেছি। সে মানসিক প্রতিবন্ধী।’
আরও পড়ুন
মালয়েশিয়ায় জাহাজের কনটেইনার থেকে বাংলাদেশি কিশোর উদ্ধার
এ বিষয়ে উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল জানান, আজ শনিবার সকালে তিনি ছেলেটির বাড়িতে যান এবং তার বাবা-মা জানান, ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে সেটি তাদের নিখোঁজ ছেলে। তাদের পরিবার খুবই দরিদ্র এবং সে নিখোঁজ হওয়ার পর তারা থানায় কোনো সাধারণ ডায়রি করেননি।
মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি ইন্টিগ্রা’ নামে জাহাজটি মালয়েশিয়ার কেলাং বন্দরে পৌঁছানোর পর গত মঙ্গলবার রাতে খালি কনটেইনার থেকে ওই কিশোরটিকে উদ্ধার করা হয়। জাহাজটি গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি থেকে ১৩৩৭ টিইইউএস কন্টেইনার নিয়ে পোর্ট কেলাংয়ের উদ্দেশে ছেড়ে গিয়েছিল। পরে ওই কিশোরকে উদ্ধারের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কেলাং বন্দরের বাংলাদেশি কর্মচারীরা বাংলায় তার নাম জিজ্ঞাসা করলে সে নিজেকে ফাহিম বলে পরিচয় দেয়।