টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও অহনা রহমান। সম্প্রতি নেটদুনিয়ায় কথা রটেছে, এই দুই তারকা বিয়ে করেছেন। আর কথা ওঠার পেছনে কারণ; গতকাল রাতে শামীম ও অহনা তাদের ফেসবুকে প্রকাশ করেন কাবিন নামার ছবি। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ২০১৩ সালে মার্চর ২৫ তারিখ বিয়ে করেছেন তারা।
ছবিটি প্রকাশে ঘন্টা কয়েকের মধ্যেই নেটিজেনদের মন্তব্যে ওঠে আসে নানা প্রশ্ন। অনেকে শামীম-অহনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, ঘটনা আসলেই কি সত্য?
এর উত্তর জানতে অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘এটা একটি নাটকের ছবি। নাম “কোটি টাকার কাবিন”। আর এটি নির্মাণ করছেন রিফাত আদনান পাপন। আজ শুটিংয়ের দ্বিতীয় দিন। উত্তরায় এর কাজ চলছে।’
হঠাৎ এমন ‘বিবাহের হলফনামা’র ছবি প্রকাশের পেছনে অন্য কোনো রহস্য আছে নাকি? উত্তরে শামীম বলেন, ‘কোন রহস্য নেই। মনে হল, একটু মজা করি তাই ছবিটি দেওয়া। আর ছবিটি দেখলেই কিন্তু বোঝা যায়, এটি আসল কাবিন নামার ছবি না নকল। যারা বোঝার তারা কিন্তু ঠিকই মন্তব্য করেছে মজা করে। জানতে চেয়েছেন নাটকের নাম।’
এই অভিনেতা জানান, ‘কোটি টাকার কাবিন’ নাটকে শামীমের বিপরীতে অভিনয় করছেন অহনা। আর খুব শিগগিরই এটি প্রচারে আসবে।