ইরানের স্থানীয় সংবাদমাধ্যম গতকাল সোমবার জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ গত দুই দিনে তিনজন নারী সাংবাদিককে গ্রেপ্তার করেছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে থাকাকালীন ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর থেকে চলমান বিক্ষোভের মধ্যে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
তেহরানের সাংবাদিক ইউনিয়নের উদ্ধৃতি দিয়ে সংস্কারপন্থী পত্রিকা ইতেমাদ জানিয়েছে, তেহরানে গত ৪৮ ঘণ্টায় মেলিকা হাশেমি, সাইদেহ শাফিই এবং মেহরনৌশ জারেই নামে অন্তত তিনজন নারী সাংবাদিককে গেপ্তার করা হয়েছে।
পত্রিকাটি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন নারীকে এভিন কারাগারে পাঠানো হয়েছে। সেখানে বিক্ষোভের সঙ্গে জড়িত অন্যান্য গ্রেপ্তারকৃতরাও রয়েছেন।
পত্রিকাটির অনুমান,গত চার মাসে দেশে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রায় ৮০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ তিন নারী সাংবাদিককে গ্রেপ্তার সম্পর্কে দেশটির সরকারের পক্ষ থেকে কোনও কারণ জানানো হয়নি।