যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের ৪র্থ ধাপে স্থায়ী সদস্য ফরম সংগ্রহ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত ৭টায় ওয়ারেন শহরের রায়ান এবং ১০ মাইল রোডে অবস্থিত বিসমিল্লাহ কাবাব এন্ড কারি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের ৪র্থ ধাপে স্থায়ী সদস্য ফরম সংগ্রহ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে গোলাপগঞ্জ অঞ্চলের সর্বস্তরের ব্যক্তিবর্গ নিজেদের উদ্যোগে সদস্য ফরম পূরণ করে স্থায়ী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন। এ ধরণের কর্মসূচির উদ্যোগ নেওয়ায় উপস্থিত সকলেই সোসাইটির আহ্বায়ক মাহাতাবুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটির ডেপুটি মেয়র কামরুল হাসান, মামুন উদ্দিন সমছু, প্রভাষক মিছবাহ উদ্দিন, মো. জিলাল উদ্দিন, মামুনুর রেজা সায়েল, এম, এ, বাছিত, সাকের উদ্দিন সাদেক, মোয়াজ্জম হোসেন সাপু, জিল্লুর রহমান, নেবুল আহমদ, তানভীর আহমদ চৌধুরী, শামিমুল হক, টুনু ইসলাম, জাবেদ আহমদ শিবলী, এনু মিয়া, তাহের আহমদ চৌ:, সৈয়দ জাবেদ আহমদ, আফছার হোসেন, মিজানুর রহমান, বিপ্লব হোসেন, কবির আহমদ, আবু সায়িদ চৌধুরী, শাহরিয়ার হোসেন হৃদয়, হাসিন হাবিব হাসনাত, এহসান আহমদসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।