নাগেশ^রীতে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বন্ধুরবাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত ৯টার দিকে বামনডাঙ্গা বন্ধুরবাজারে নিজের অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি। এ সময় উপজেলা জাতীয় পার্টির নেতা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের ছোটভাই সৈয়দ ও টুনকুর নেতৃত্বে ১০-১২ দুর্বৃত্ত লাঠি, রড নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন চেয়ারম্যান রনি। আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাগেশ^রী ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গতকাল তাকে নেওয়া হয় ঢাকায়।
এ ঘটনায় সোমবার রাতেই নাগেশ^রী থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন চেয়ারম্যান রনির বাবা শাহ আলম।