শেরপুরে রাস্তায় গাছ ফেলে উবার কর্মী রুমিনের পথরোধ করে হাত-পা বেঁধে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। গত সোমবার রাতে চান্দাইকোনা-ভবানীপুর সড়কের উদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার হাতিগাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে রুমিন ঢাকাড উবারে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নাটোরে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে বগুড়ার শেরপুরের চান্দাইকোনা-ভবানীপুর আঞ্চলিক সড়কের উদগ্রাম এলাকায় পৌঁছালে মুখোশ পরা চারজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার ওপর গাছ কেটে ফেলে পথরোধ করে রুমিনকে রশি দিয়ে হাত-পা বেঁধে রাস্তার ওপর ফেলে দেয়। পরে তার কাছে থাকা ৯ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।