আক্রমণ করেও গোল পাচ্ছিল না শেখ রাসেল। বিরতির পর পুলিশ এফসিকে চেপে ধারার পরই জালের ঠিকানা খুঁজে পায়। নিহাতজামান উচ্ছ্বাসের জয়সূচক গোলে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ রাসেল। স্কোর লাইন ছিল ১-০। ‘সি’ গ্রুপ থেকে শুধু শেখ রাসেলের শেষ আট নিশ্চিত হয়নি, বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। মুন্সগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধে আক্রমণ-প্রতিআক্রমণ হলেও গোল পায়নি কেউ। জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা আক্রমণের ধার বাড়ায় বিরতির পর।