গত এক বছরের দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে হটিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন এই ভারতীয় পেসার।
অভিষেকের পর ৩ বছর জাতীয় দলে সুযোগ পাননি। অবশেষে গত বছরের ফেব্রুয়ারিতে ফের ডাক পেয়েই চমক দেখালেন। ২০ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৩৭টি উইকেট।
মঙ্গলবার ঘোষিত আইসিসি ওয়ানডে বর্ষসেরা দলেও ছিলেন সিরাজ। এবার বোল্ট ও অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউডকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন।
সিরাজ সবশেষ ঘরের মাঠে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেন। যেখানে লংকানদের বিপক্ষে ৩ ম্যাচে নেন সর্বোচ্চ ৯টি উইকেট। আর কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ উইকেট দখল করেন।
বোলিং র্যাংকিংয়ে সিরাজ, হ্যাজেলউড ও বোল্টের পর রয়েছেন মিচেল স্টার্ক, রশিদ খান ও অ্যাডাম জাম্পা। বাংলাদেশের তারকা স্পিনার সাকিব আল হাসান আগের ৭ নম্বরেই রয়েছেন। আটে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। যেখানে ৯ নম্বরে মোস্তাফিজুর রহমান। তালিকাদের দশে আফগানিস্তানের মুজিব উর রহমান।