রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে সাদিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার কামরাঙ্গীরচর মাদবর বাজার ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে।
সাদিয়ার স্বামী নূরে আলম বলেন, ‘আজ বিকেলে আমার ছেলে জিসান ভাড়া বাসার ৫ তলার জানালা দিয়ে বাহিরে গেঞ্জি ফেলে দেয় । গেঞ্জিটি বাসার পাশ দিয়ে যাওয়া বৈদ্যাতিক তারে আটকে থাকে। পরে সাদিয়া পর্দা টানানোর পাইপ দিয়ে গেঞ্জিটি আনার চেষ্টা করলে তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ‘
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মৃতা সাদিয়া ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার জয়া গ্রামের নূরে আলমের স্ত্রী। তার বাবার নাম আবুল কাশেম। নুরে আলম কামরাঙ্গীরচর চর এলাকায় একটি ফাস্টফুডের দোকানে চাকরি করেন।